নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৫

রূপগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৪, ৪ মে ২০২৪

রূপগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, জরিমানা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত রূপগঞ্জে অভিযান পরিচালনা করে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। শনিবার (৪ মে) বিকেলে উপজেলার নয়ানগর এলাকায় দেওয়ান এন্টারপ্রাইজের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

rজব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ টাকা। এ সময় অভিযুক্ত দেওয়ান এন্টারপ্রাইজের মালিককে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ১(ঞ) ধারায় অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়া এ অভিযান পরিচালনা করেনঅভিযানে র‌্যাব-১১ এর উপাধিনায়ক মেজর অনাবিল ইমাম এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আতিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা মালামাল নিলামের জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নিকট জিম্মা দেয়া হয়।