নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২১ জানুয়ারি ২০২৬

লিংক রোডে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৫, ২১ জানুয়ারি ২০২৬

লিংক রোডে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ডভ্যানের চাপায় জীবন চন্দ্র নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় লিংক রোডে ফতুল্লার চাঁনমারী এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন চন্দ্র (২০) নামে এক যুবক বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ইজিবাইকের সাথে ধাক্কা লেগে একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের নিচে পড়ে যায়। এসময় কভারভ্যানটি জীবন চন্দ্রকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির জানান, মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কাভার্ডভ্যানসহ তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।  তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তার নাম জীবন চন্দ্র সে গার্মেন্টস শ্রমিক। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।