নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের বক্ল রেড অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৮, ২২ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের বক্ল রেড অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের বক্ল রেড অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মো: মহিন-(২৯), মো: সজীব (২৮), মো: রনি(৩০) মো: বাবু (৩০) মো: হাসান (২০) ও ইমন (২৫)। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানায় বুধবার রাতে বক্ল রেড পরিচালনা করে নাসিক ১০নং ওয়ার্ডের আরামবাগ এলাকার চিত্তরঞ্জন ঘাট ও মাঝিপাড়া পুকুর পাড়া এলাকা থেকে বক্ল রেড অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক টিম সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ১০নং ওয়ার্ডের আরামবাগ চিত্তরঞ্জন সাকিনস্থ বড় পুকুর পূর্ব পাড় সংলগ্ন কাঠ গাছের বাগানের ভিতরে বক্ল রেড পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৬ ডাকাতকে আটক করতে সক্ষম হন। 

এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাপাতি, কুড়াল, বাটযুক্ত সুইচ গিয়ার, ধারালো ছুরি, লোহার রড এবং ১০০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।