দীর্ঘদিন ধরেই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছিলো বিভিন্ন আলোচনা ও সমালোচনা। অবশেষে নানা জল্পনা কল্পনার পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্যাডে কমিটি স্থগিতের আদেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, কমিটি স্থগিতের আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কমিটি স্থগিত থাকবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলামকে আহ্বায়ক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে মাজেদুল ইসলাম সভাপতি এবং ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


































