নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ মে ২০২৪

শীতলক্ষ্যার তীরে ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১২, ২৬ জুলাই ২০২৩

শীতলক্ষ্যার তীরে ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রীজ ও এর আশপাশের এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (২৬ জুলাই) বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। 


নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে ১৮টি পাকা ও আধা পাকা স্থাপনা, ৫টি বাঁশের জেটি ও ৪টি ড্রেজারের পাইপসহ মোট ২৭টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

 

এ সময় অবৈধভাবে বিআইডব্লিউটিএ এর জায়গায় বালু রাখার দায়ে কাঁচপুর ব্রীজ এলাকার মো. হারুন নামের একজনকে বিশহাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 


তিনি আরও জানান, নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।


অভিযানকালে বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক মো. ইসমাইল হোসেনসহ ও  অন্যান্য কর্মকর্তারা ও  বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।