নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫

অবরোধে পিকেটিংয়ের সময় সিদ্ধিরগঞ্জে বিএনপির ২ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১১:২১, ২৭ নভেম্বর ২০২৩

অবরোধে পিকেটিংয়ের সময় সিদ্ধিরগঞ্জে বিএনপির ২ নেতা গ্রেপ্তার

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে অবরোধের সমর্থনে পিকেটিং করার সময় বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলেন-সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ করিম ও বিএনপি নেতা মো. আবু তালেব ওরফে বাবু।


সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, সানারপাড়ের পিডিকে পাম্পের সামনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৮-১০ জন নেতাকর্মী জড়ো হয়ে ঢাকা-চট্রগ্রাম মহা সড়কে পিকেটিং করার চেষ্টা করছিলেন। সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যাওয়া নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই দুই জনকে আটক করে পুলিশ 


আটক দুইজন সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত নাশকতার মামলার আসামী বলে তিনি জানান।