নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৯ এপ্রিল ২০২৪

 ফতুল্লায় র‌্যাব পরিচয়ে প্রতারণার প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

 ফতুল্লায় র‌্যাব পরিচয়ে প্রতারণার প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাবের এপ্রোন ও জ্যাকেট পরিধান করে ভূয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার প্রস্তুতিকালে ২ প্রতারকরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদপুর জেলার কচুয়া থানার হারিচাউল গ্রামের মো. গাফার উল্লার মেয়ে সালমা আক্তার সুরাইয়া (২৪) ও একই জেলার মতলব উত্তর থানার হাতিঘাট তর্কি গ্রামের মো. সৈয়দ আলী বেপারীর ছেলে আবু সাঈদ (৩০) ।

এসময় তাদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি র‌্যাব লেখা র‌্যাবের এপ্রোন/জ্যাকেট ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০’র সহকারি পরিচালক (মিডিয়া) এম জে সোহেল জানান, গ্রেপ্তারকৃত আসামিরা নারায়গঞ্জের ফতুল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকয় র‌্যাব পরিচয় বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ফতুল্লার ভুইঘর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।