নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ মে ২০২৪

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ ১

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪২, ১৫ মার্চ ২০২৪

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ ১

নারায়ণগঞ্জের ফতুল্লার চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হারুন মিয়া (৫০) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ইসদাইর বুড়ির দোকান এলাকায় ঘটনাটি ঘটে। দগ্ধ হারুন মিয়ার বাড়ি নারায়ণগঞ্জের কাঠেরপুল এলাকায়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে জুমার নামাজ শেষে ইসদাইর বুড়ির দোকান এলাকায় নিজের চায়ের দোকান খোলেন হরুন। চুলায় আগুন দিলে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে দোকানটিতে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন আগুন নিভিয়ে হারুনকে হাসপাতালে নিয়ে যান। হারুনের শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ জানান, ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে গ্যাস নিগর্ত হয়ে জমে ছিল দোকানটিতে। ম্যাচ দিয়ে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। 

দগ্ধ হারুনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে।