নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৩২, ২৩ মার্চ ২০২৪

বন্দরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দরে একটি ফার্মিসিতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফ্রিজিং ওষুধ নন ফ্রিজিং রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলার মদনপুর এলাকায় একতা সুপার মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নারায়ণগঞ্জ কার্যালয়ের অভিযানে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নারায়নগঞ্জ শাখার সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় নারায়ণগঞ্জ, জেলা পুলিশের একটি টিম এবং ক্যাব, নারায়ণগঞ্জের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

জাসেলিমুজ্জামান জানান, অভিযান পরিচালনাকালে মেসার্স সুমাইয়া ড্রাগ হাউসে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফ্রিজিং ওষুধগুলো নন ফ্রিজিং অবস্থায় পাওয়া যায়।

এ অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ এক লাখ টাকা জরিমানা করে এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।