নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬

হাজীগঞ্জে গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২১, ৩ আগস্ট ২০২৪

হাজীগঞ্জে গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় শিপন মিয়া নামে এক গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরআগে রাতে মোবাইল ফোনে কল পেয়ে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। দুপুরে স্থানীয়রা মরদেহ দেখে পরিবারকে জানালে তারা পুলিশে খবর দেয়।  নিহত শিপন মিয়া বন্দর উপজেলার অলিম্পিয়া এলাকার আব্দুল হানিফ মিয়ার ছেলে।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল রহিম জানান, ধারণা করা হচ্ছে বন্ধুদের সঙ্গে মাদক ব্যবসার দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। ওই যুবক মাদক সেবন ও বিক্রি করতো। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।