নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

বন্দর উপজেলা প্রশাসনের সাথে আলেম-ওলামাদের মতবিনিময়

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৩, ৯ সেপ্টেম্বর ২০২৪

বন্দর উপজেলা প্রশাসনের সাথে আলেম-ওলামাদের মতবিনিময়

বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৯ সেপ্টম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় দেশের বর্তমান পরিস্থিতিসহ বন্দরে বিভিন্ন স্থানে গড়ে উঠা মাজার রক্ষাসহ বিভিন্ন বিষয়ে নিয়ে   আলোচনা করা হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বন্দর থানার ওসি তদন্ত আবু বকর সিদ্দিক, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল হক হিরন, সহসভাপতি মহিউদ্দিন শিশির, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,  সাংবাদিক আতাউর রহমান,  মাহফুজ জাহিদ,  জামায়াত ইসলামের নেতা সাইফুল ইসলাম ভুইয়া, ইসলামী আন্দোলন নেতা নূর হোসেন, বন্দর উপজেলা ওলামা পরিষদ সভাপতি হাফেজ মুফতি সালমান ফারুকী, ইসলামী আন্দোলন নেতা জাহিদ আল আমিন, হেফাজত নেতা হাফেজ কবির হোসাইন,  জামায়াত ইসলামের নেতা রেজাউল করিম প্রমুখ।