নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

আড়াইহাজারে বাক প্রতিবন্ধীকে শ্বাসরোধে হত্যা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৯, ১২ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারে বাক প্রতিবন্ধীকে শ্বাসরোধে হত্যা 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তানজীলা আক্তার (১৮) নামে এক বাক প্রতিবন্ধীকে শ^াসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাইজাদি ইউনিয়ন কাহিন্দী এলাকার নিজ বাড়ির পাশের বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্বজনরা।

পুলিশ মরদেহ উদ্ধারের পর দেখতে পায় নিহতের হাঁটুতে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত তানজীলা হাইজাদি ইউনিয়নের সরফত আলীর মেয়ে। সে স্থানীয় সুতার কারখানায় কাজ করত।

নিহতের স্বজনরা জানান, বুধবার দিবাগত রাতে সাড়ে ১০টার দিকে তানজিলা ঘরের বাইরে যায়। এসময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। দীর্ঘ সময় পর সে আর ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজ করে পায়নি তাকে। সকাল সাড়ে ৬টার দিকে পাশের বাড়ির লোকজন বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পায়।

আড়াইহাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, তানজিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।