নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

সোনারগাঁয়ে হত্যার হুমকি পেয়ে মসজিদ ছাড়লেন ইমাম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২৪

সোনারগাঁয়ে হত্যার হুমকি পেয়ে মসজিদ ছাড়লেন ইমাম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নানাখী পূর্বপাড়া মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসেনকে চিরকুট দিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিরাপত্তাহীনতার কারণে তিনি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের বাড়িতে চলে গেছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়ের নানাখী (মালছ) এলাকায় মাওলানা মকবুল হোসেন নতুন যোগদানকৃত নানাখী পূর্বপাড়া জামে মসজিদে ইমামতি করছেন। মসজিদের পাশের একটি কক্ষে তিনি থাকেন।

শুক্রবার সকালে তিনি তার কক্ষের বিছানার উপর হাতে লেখা একটি চিরকুট পান। তাতে লেখা রয়েছে, এই জুমার নামাজের আগে চলে যাবি। রোববারে দেখলে লাশ পড়বে। কাউকে বলার চেষ্টা করলে মরবেন। খোদার কসম না গেলে তুই শেষ। সোমবার আবার আসবো।

চিরকুটটি পাওয়ার পর ওই ইমাম মুষড়ে পড়েন। পরে গতকাল সকালে গিয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ করেন।
মসজিদের মুসল্লিরা জানান, পুলিশের কাছে জানানো হয়েছে। তারপরও নিরাপত্তাহীনতার কারণে ইমাম আবদুল কাদের গ্রামের বাড়িতে চলে গেছেন।

সোনারগাঁও থানার ওসি জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে।  তবে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।