নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২১ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:২২, ২১ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. শাকিল মিয়া (২৬) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকা থেকে শাকিল মিয়ার মরদেহে উদ্ধার করে পুলিশ। এরআগে বুধবার   রাত ৯টার দিকে মাসদাইর এলাকা থেকে ইজিবাইক নিয়ে বের হয় শাকিল।

এদিকে ছিনতাইকৃত ইজিবাইকটির চার্জ ফুরিয়ে যাওয়ায় জেলার সদর থানার আইইটি স্কুলের সামনে রেখে ইজিবাইকটি ফেলে চলে যায় দূর্বৃত্তরা। খবর পেয়ে ইজিবাইকের মালিক সেটি তার জিম্মায় নিয়ে যায়।

নিহত মো. শাকিল মিয়া গাইবান্ধা জেলার মরিচবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি ফতুল্লা থানাধিন মাসদাইর এলাকার মোস্তাফা মিয়ার ভাড়াটিয়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। সাউদা আক্তার জান্নাতি নামে তার চার বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী আয়েশা আক্তার ফতুল্লা বিসিক শিল্প নগরীর একটি পোশাক কারখানার শ্রমিক।

স্থানীয় সূত্রে জানাগেছে. বৃহস্পতিবার ভোরে জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকার সড়কের পাশে উপুর হয়ে পড়ে থাকা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খব দেয়।  

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি সময় পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে। সেই মোবাইল ফোনের সূত্র ধরে তার স্বজনদের খোঁজ পায় ও নিহতের পরিচয় সনাক্ত করে। 


সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন এর সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। নিহতের স্বজনরা থানায় আছে। এ ঘটনায় হত্যা মামলা পক্রিয়াধিন রয়েছে।