নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০১ নভেম্বর ২০২৫

সাংবাদিক জাকিরকে মৎসজীবী লীগ নেতার প্রাণ নাশের হুমকি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৫, ৯ জানুয়ারি ২০২৫

সাংবাদিক জাকিরকে মৎসজীবী লীগ নেতার প্রাণ নাশের হুমকি

সিদ্ধিরগঞ্জে মৎসজীবী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপুর বিরুদ্ধে সাংবাদিক জাকির হোসেনকে প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে।

ফলে জীবনের নিরাপত্তা চেয়ে  তার বিরুদ্ধে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জিডি করেছে সাংবাদিক জাকির। জাকির হোসেন জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক।

অভিযুক্ত মোশারফ হোসেন দিপু(৩৫) সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার  শামছুল হকের ছেলে। 

জিডিতে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর মোশারফ হোসেন দিপুর নানা অপকর্ম নিয়ে স্থানীয় ও জাতিয় বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এর জের ধরে গত ৭ জানুয়ারি রাত ১০ টার দিকে সাংবাদিক জাকির হোসেন পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে কদমতলী পুল এলাকায় পৌছালে মোশারফ হোসেন দিপু নানা ধরণের আপত্তিকর মন্তব্য জাকিরকে প্রাণ নাশের হুমকি দেয়।

এছাড়া সাংবাদিক জাকিরের বিরুদ্ধে অভিযুক্ত মোশারফ হোসেন দিপু মিথ্যা, ভীত্তিহীন তথ্য দিয়ে   উদ্দেশ্যমূলক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচার চালায়।