নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ মে ২০২৫

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৩, ২১ এপ্রিল ২০২৫

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো- সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী তেরামার্কেট এলাকার ইসমাঈল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৪) ও পূর্বপাড়ার আমিনুল ইসলামের ছেলে সালামান ওরফে অয়ন (২৪)। 

 সোমবার (২১ এপ্রিল) দুপুরে মাদক মামলায় তাদেরকে আদালতে পাঠায় পুলিশ। এরআগে রোববার রাতে মিজমিজি পাগলা বাড়ি এলাকার ভাই ভাই চুনা কারখানার সমনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন  বলেন, মিজমিজি পাগলাবাড়ি এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযান চালাই।

পুলিশের উপস্থিতি টেরপেয়ে তারা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।