নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২০ আগস্ট ২০২৫

মোগরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা বাবুর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৯, ১৫ জুন ২০২৫

মোগরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা বাবুর

সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু’র মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিফাইড ফেইসবুক ওয়ালে একটি পোস্ট করেন আসন্ন আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে। 

পোস্টটি তুলে ধরা হলো: সামনে যেহেতু নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ক্রাইটেরিয়া হিসেবে দিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমি মাসুদ রানা বাবু, ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছি, এসএসসিতে এ প্লাস পেয়েছি, বিএ অনার্স ইংরেজি এবং এম.এ ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং। 

সামনে নির্বাচন করার জন্য কি যথেষ্ট নাকি আরো কিছু লাগবে একসেপ্ট টাকা পয়সা? আর রাজপথের ১৫ বছরের অভিজ্ঞতা তো আছেই। সেই সাথে আছে সততা, নিষ্ঠা পরোপকারিতা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সৎ সাহস।

মাসুদ রানা বাবুর সাথে মুঠোফোনে কথা হয় তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে। আমি মনে করি দেশের প্রতি ক্ষেত্রে তরুন, মেধাবী ও ত্যাগীদের এগিয়ে আসতে হবে।