নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজামের ঘনিষ্ঠ সহচর যুবলীগ নেতা তারেক হাসান শুভ বর্তমানে এনায়েতনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই হঠাৎ রূপান্তর নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
সূত্র জানায়, একসময় আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত তারেক হাসান শুভ জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার সঙ্গে যুক্ত ছিলেন। ক্ষমতার পালাবদলের পর হঠাৎ করেই নিজের রাজনৈতিক অবস্থান পাল্টে তিনি হয়ে ওঠেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের ঘনিষ্ঠ কর্মী।

জাকির খানের মুক্তির আগে শুভ এলাকায় তার মুক্তির দাবিতে একাধিক সভা করেন। পরবর্তীতে জাকির মুক্তি পেলে শুভ তার সঙ্গে দেখা করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এবং নিজেকে জাকির খানের অনুসারী হিসেবে উপস্থাপন করতে থাকেন। ফলে আওয়ামী লীগের ছাপ মুছে গিয়ে তিনি হয়ে ওঠেন বিএনপি ঘরানার কর্মী।
এছাড়াও জানা গেছে, তারেক হাসান শুভ একসময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের পিএস হিসেবে কাজ করতেন। এ সময়ে শুভ ছিলেন ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জিসানের ঘনিষ্ঠ বন্ধু ও সহচর।
জিসান পূর্বে কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আঃ মান্নানের মাধ্যমে শুভসহ ছাত্রলীগে যোগ দেন।
সূত্র মতে, ছাত্রলীগে যোগদানের পর জিসান কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের পিএস পদে আসীন হন। এ সুযোগে সরকারি গরীব মানুষের জন্য বরাদ্দ টিসিবি পণ্য শুভের মাধ্যমে বাজারে বিক্রির অভিযোগও রয়েছে।
তারেক হাসান শুভর এভাবে একাধিক রাজনৈতিক পরিচয় বদলে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া নিয়ে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতে করে জনগণের মধ্যে রাজনৈতিক দলের প্রতি আস্থা দুর্বল হতে পারে।
উল্লেখ্য, তারেক হাসান শুভকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সাজ্জাদ হোসেন হৃদয়কে সাংগাঠনিক সম্পাদক মনোনীত করে এনায়েতনগর ইউনিয়ন মৎস্য জীবী দলের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


































