
নারায়ণগঞ্জ বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সকালে বন্দর হাজীপুর এলাকায় তা'লিমুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানা উক্ত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ (সদর-বন্দর) ৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ইসলামকে জয়ী করার জন্য যারা কাজ করে, তারা যদি জানতো এর মর্যাদা, কতইনা ভালো হতো।আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করছি। যারা অন্যায়,অত্যাচার,লুটপাট করেছে, তারা পালিয়ে গিয়েছে।
এখন সময় এসেছে কাজ করার। আমরা যা করি শুধু আল্লাহকে খুশি করার জন্য করি। জাহান্নামের আগুন থেকে বেচে থাকার জন্য, আল্লাহর সকল হুকুম পালন এবং রাসূলের দেখানো পথে জান্নাতে যাওয়ার জন্য কাজ করি।
উক্ত দায়িত্বশীল সমাবেশে বন্দর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা নাসির উদ্দিন, বিশেষ অতিথি মাওলানা মজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সেক্রেটারি আরিফুর ইসলাম, এড.তাওফিকুল ইসলাম দিপু সহ শতাধিক দায়িত্বশীল নেতৃবৃন্দ।