নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫

কলাগাছিয়া বিএনপির অনুষ্ঠানে যুবদল নেতা দিমানের যোগদান  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২০, ৩০ জুলাই ২০২৫

কলাগাছিয়া বিএনপির অনুষ্ঠানে যুবদল নেতা দিমানের যোগদান  

বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত নতুন সদস্য ফরম সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে বিপুল সংখ্যক  নেতাকর্মী নিয়ে যোগদান করেছে কলাগাছিয়া ইউনিয়ন য্বুদলের সম্ভব্য সভাপতি দিমান ইসলাম।

বুধবার (৩০ জুলাই)  বিকেল ৪টায় বিশাল নেতাকর্মী নিয়ে বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ আলতাফ মাহামুদ কমিউনিটি সেন্টারে বিশাল নেতাকর্মী নিয়ে যোগদেন তিনি।

ওই সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন য্বুদল নেতা শান্ত, নুরুল হক, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী স্বপন, নাঈমুর, আলী ইসলাম, মহিনউদ্দিন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম,  আলামিন, সাইফুল, রকি ও জুম্মান প্রমুখ। 
 

সম্পর্কিত বিষয়: