নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৮ আগস্ট ২০২৫

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিমের বাড়ি মেরামতের আশ্বাস দিলেন ইউএনও তাছলিমা শিরিন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫১, ২৭ আগস্ট ২০২৫

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিমের বাড়ি মেরামতের আশ্বাস দিলেন ইউএনও তাছলিমা শিরিন

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এর বাসভবনের সামনে পুকুরপাড়ে বীর মুক্তিযোদ্ধা  ইব্রাহিম মিয়ার ধসে যাওয়া বাড়ি মেরামত করে দেওয়ার আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন। 

বুধবার (২৭ আগষ্ট) সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন ঘটনা স্হল পরিদর্শন করেন এবং মুক্তিযোদ্ধা পরিবারের হেলে যাওয়া বসতঘর মেরামত করে দেওয়ার আশ্বাস দেন। এসময় তিনি ওই পরিবারকে নিরাপদ স্হানে থাকার ও সুব্যবস্হা করেন।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো: ইব্রাহিম মিয়ার ছেলে আরমান বলেন ইউএনও স্যার আমাদের এখানে এসেছেন। তিনি আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং ঘর মেরামত করে দেওয়ার বিষয়ে কথা বলেন।

এবিষয়ে ইউএনও তাছলিমা শিরিন বলেন, আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আমি তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। 

এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর মেরামত করে দেওয়ার বিষয়ে র‌্যবস্থা করা হবে। এসময় তিনি বলেন এটা কেবল আমার দায়িত্ব নয়, এটা আমার কর্তব্য।