নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫

রূপগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে  কুরুচিপূর্ণ মন্তব্য , যুবক গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে  কুরুচিপূর্ণ মন্তব্য , যুবক গ্রেপ্তার 

রূপগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রা:) কে  নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কটূক্তির অভিযোগে প্রীতম দাস (২১)  নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। 

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে থানায় রুজু মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার রাত্র এগারোটার দিকে উপজেলার ইছাপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রিতম দাস নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকার স্বপন দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিতম দাস তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিতমকে হেফাজতে নেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বী প্রীতম দাস নামক এক যুবক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট করে।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণ তার বাড়ির সামনে ভিড় জমায়। খবর পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই এবং প্রিতমকে হেফাজতে নেই। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলে স্বীকার করে।

আমরা প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এবং পুলিশ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, ঘটনাটি প্রচার হলে এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।