নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে বালু ভর্তি ট্রাক চাপায় শিশু আলিফ নিহত  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আড়াইহাজারে বালু ভর্তি ট্রাক চাপায় শিশু আলিফ নিহত  

আড়াইহাজারে বালু ভর্তি ট্রাক চাপায় আলিফ (৩) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় এ ঘটনাটি ঘটে। বিক্ষুব্ধ এলাকাবাসি ট্রাকটি আটক করে। নিহত শিশু আলিফ ওই গ্রামের আওলাদ হোসেনের পুত্র। 

স্থানীয়রা জানায়, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশু আরিফ হঠাৎ ট্রাকের সামনে দিয়ে দৌড় দেয়। এ সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে একটি সুত্র জানায়, বিষয়টি স্থানীয় ভাবে ৪ লাখ টাকার মিমাংসা হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীিয় বালু ব্যবসায়ীদের নিকট জিম্ম হয়ে পড়েছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি এলাকাবাসীর। 

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।