নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫

হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৩৮, ৬ অক্টোবর ২০২৫

হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পৃথক তিনটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ ৪ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী, সুমিলপাড়া বিহারী ক্যাম্প এবং আরামবাগ এলাকায় এই অভিযানগুলো চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-বরিশাল জেলার হিজলা থানার চরদুর্গাপুর গ্রামের মৃত কালু চৌকিদারের ছেলে ওলিল চৌকিদার (২৬), মুন্সিগঞ্জের গজারিয়া থানার জামালদী গ্রামের আমির হোসেনের ছেলে ইমরান হোসেন (২৯), আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার আব্দুল করিমের ছেলে নাসির ওরফে কালু (৩৫) এবং আরামবাগ এলাকার সুলতান ব্যাপারীর ছেলে মাসুদুর রহমান তপন (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কদমতলী কলেজপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওলিল চৌকিদার ও ইমরান হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, আরামবাগ ও বিহারী ক্যাম্প এলাকায় পরিচালিত পৃথক অভিযানে নাসির ওরফে কাল্লুর কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একশ পুরিয়া হেরোইন এবং মাসুদুর রহমান তপনের কাছ থেকে ৯ হাজার ৩০০ টাকা মূল্যের ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। শিল্প এলাকা হওয়ায় আমরা সব সময় বিশেষ নজরদারি বজায় রাখি। এই গ্রেপ্তার আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযানেরই ফল। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।