নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৭ অক্টোবর ২০২৫

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মামুন গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৭, ১১ অক্টোবর ২০২৫

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মামুন গ্রেপ্তার 

বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মামুন আহম্মেদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী মামুন আহমেদ বন্দর উপজেলার মিনারবাড়ীস্থ ডুমুরতলা এলাকার আকবর মিয়ার ছেলে।

ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেন বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২০(১০)২৫।

ধৃতকে উল্লেখিত মাদক মামলায় শনিবার (১১ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (১০ অক্টোবর)  দিবাগত রাত সোয়া ৩টায় উল্লেখিত মাদক ব্যবসায়ী বসত ঘরে অভিযান চালিয়ে ধৃত মাদক ব্যবসায়ী দেহ তল্লাশী চালিয়ে ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ী মামুন আহম্মেদ দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলার  মিনারবাড়ীস্থ ডুমুরতলা এলাকায় তার নিজ বাড়িতে অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ  ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

সম্পর্কিত বিষয়: