রূপগঞ্জে আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ বাস্তবায়নে গোপন মিটিং চলাকালে ৪ জন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় হোম টাউন সিটির ভেতরে বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ভোলাব ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ড সহসভাপতি আমির হোসেন (৪৫), ৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাফফার মোল্লা, তারাবো পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের রিফাত আহমেদ অমি ও ভুলতা ইউনিয়ন শ্রমীকলীগ নেতা সিরাজ মিয়া।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচীর প্রস্তুতি নিতে গোপন মিটিং চলাকালে হোম টাউন সিটির বালুর মাঠ থেকে ৪ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। তারা দেশে নাশকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনা করছিলেন।
তিনি আরও বলেন, ‘তারা প্রত্যেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।’ তাদেরকে আদালতে প্রেরণে কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসি।


































