রূপগঞ্জে অজ্ঞাত পুরুষের (৫৫) মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) উপজেলার আমলাব এলাকার মুন্সি ফিলিং স্টেশনের সামনে এ অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম বলেন, উপজেলার আমলাব মুন্সি ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাতনামা পুরুষ বয়স ৫৫/৬০ এর মৃতদেহ পড়ে থাকতে দেখে ফিলিং স্টেশনের লোকজন থানায় সংবাদ দিলে রুপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া লাশ হেফাজতে গ্রহণ করেন।
অজ্ঞাত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যুর সঠিক কারন নির্ণয় করার জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ প্রক্রিয়াধীন।
প্রাথমিকভাবে ধারণা করা হইতেছে ঢাকা সিলেট মহাসড়কে রাস্তা পারাপারের সময় গাড়ি দূর্ঘটনার ফলে তার মৃত্যু হতে পারে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার জন্য চেষ্টা অব্যাহত আছে।


































