আড়াইহাজারে বিএনপির চেয়ারপারসন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জোয়াদুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা আব্দুল মতিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী এম এ মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জাকির হোসেন এবং ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আক্কাসসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ। আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


































