নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১০ ডিসেম্বর ২০২৫

আড়াইহাজারে ৩ জয়িতাকে সম্মাননা প্রধান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৩, ৯ ডিসেম্বর ২০২৫

আড়াইহাজারে ৩ জয়িতাকে সম্মাননা প্রধান

আড়াইহাজারে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৩ জয়িতাকে সম্মাননা প্রধান করা হয়েছে।

এই উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, নারায়নগঞ্জ জেলার এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন। 

জয়িতা হিসেবে নির্বাচিতরা হলেন, সফল জননী হিসাবে সাফিয়া বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মনিরা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে লুৎফর নাহার।

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।  
 

সম্পর্কিত বিষয়: