নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৯নং ওয়ার্ড যুবদলের দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩১, ৯ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৯নং ওয়ার্ড যুবদলের দোয়া

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিগঞ্জের ৯নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সিকদার বাড়ি পুল এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎‎এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র সহ-সভাপতি নুর আলম প্রধানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, সদস্য শহিদুল ইসলাম, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, যুগ্ম-সম্পাদক সবুজ, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, যুবদল নেতা নাদিম সিকদার, আসলাম, সানোয়ার, রনি, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা পাভেল ও শ্যামল প্রমূখ।  
 

সম্পর্কিত বিষয়: