আড়াইহাজার উপজেলার কামরানিরচর বাজারে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন এই অভিযান পরিচালনা করেন।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে কামরানিরচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং করা হয়।
এ সময় এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে সততা এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১০-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে চলবে।

































