নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে জাপা নেতার পদত্যাগ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২১, ১১ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে জাপা নেতার পদত্যাগ 

সোনারগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন মাহবুবুর রহমান। রোববার সকালে তিনি ব্যক্তিগত কারনে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন বলে জানান। 

জানা যায়, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০২০সালে তৎকালীন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা তাকে জাতীয় পার্টিতে নিয়ে যান। সে সময় তাকে পৌরসভার ৯নং ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক করা হয়। বর্তমানে তিনি ব্যক্তিগত কারণে এ পদে থাকতে আগ্রহী না হওয়ায় পদত্যাগ করেন। 

মাহবুবুর রহমান জানান, ব্যক্তিগত কারনে তিনি পদত্যাগ করেছেন। আগামীতে জাতীয় পার্টির সদস্যসহ সকল পদ থেকে তিনি পদত্যাগ করেন।