নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৬, ১১ জানুয়ারি ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী সার্ভিস লেনে ট্র্যাঙ্ক লরীর ধাক্কায় রাসেল জমাদার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) পৌঁনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল জমাদার ঝালকাঠি জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্র্যাঙ্ক লরী সার্ভিস লেনে চলাচলের সময় রাসেল জমাদারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, দুর্ঘটনার পর লরিটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।