নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২১ জানুয়ারি ২০২৬

খেলার মাঠে থাকলে ছেলে মেয়েরা পড়াশুনার প্রতি মনোযোগী হবে : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫২, ২১ জানুয়ারি ২০২৬

খেলার মাঠে থাকলে ছেলে মেয়েরা পড়াশুনার প্রতি মনোযোগী হবে : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, পড়াশুনার পাশাপাশি ছেলে মেয়েদের যদি খেলার মাঠে দেওয়া যায়, তাহলে তারা অনেক বেশি স্কুলের প্রতি ও পড়াশুনার প্রতি মনোযোগী হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জালকুড়ি পূর্বপাড়া তরুণ সমাজের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, আমি আয়োজকদের ধন্যবাদ জানাই তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এই খেলাটি আয়োজন করেছেন।

আপনারা জানেন গত ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দুই দিনের কর্মসূচি পালন করছি। আর এই খেলাটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীকে স্মরণ করে আমরা করতে পারি।

৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সভাপতিত্বে ও আমির হোসাইন ও মেহেদী হাসান ফারহানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান, নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শিপলু, রাজু আহম্মেদ, শাহীন ও জাকির, আল-আমিন প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধানে ছিলেন ইমতিয়াজ, আব্দুর রহিম, জিসান, রিফাত, মুন্না, সামি ও রেদোয়ান।
 

সম্পর্কিত বিষয়: