
রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নে সন্ত্রাসী লাবলু খানের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় একটি দেশীয় তৈরী পিস্তল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) গোলাকান্দাইল ইউনিয়নের বাঘমোড়ছা এলাকায় লাবলু খানের ভাড়া বাসা থেকে ওই অস্ত্রটি উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (২৭ আগস্ট) ৫ নম্বর ক্যানেলের মারামারি ঘটনায় লাবলু খানের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
বৃহস্পতিবার দুপুরে এলাকার জনগণ লাবলু খানের স্ত্রীর পারভীনের তথ্যের ভিত্তিতে বাসায় অস্ত্রের সন্ধানে ঢুকলে তার স্ত্রী পারভীন (৩৫) জানান যে দেশীয় একটি পিস্তল তার স্বামী বুধবার রাতে বাসা রেখে পালিয়ে যান।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো আটক নেই। তবে মামলা প্রক্রিয়াধীন।