
বন্দরে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর উপজেলার বেঁজেরগাও এলাকার আব্দুল মতিন মিয়ার ছেলে সাইফুল ইসলাম(২০) ও একই এলাকার নূর হোসেন মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৫)।
ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৪৬(৮)২৫।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে । এর আগে গত বুধবার (২৭ আগষ্ট) রাতে বন্দর উপজেলার মিরকুন্ডি ব্রীজের সামনে পাকা রাস্তার উপর ফেরি করে মাদক বিক্রিকালে উল্লেখিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেত সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে মীরকুন্ডিসহ এর আশে পাশের এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় এদেরকে গ্রেপ্তার করা হয়।