নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫

সনমান্দীতে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৫, ২৮ আগস্ট ২০২৫

সনমান্দীতে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ সনমান্দী ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার পর সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

বর্তমানে সভাপতি এস এম জিলানী ও রাজিব আহসান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী কর্মসূচি সমূহ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২৮ আগষ্ট বৃহস্পতিবার সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মফিজুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের ১ নং সদস্য এজাজ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য আওলাদ হোসেন, সনমান্দী ইউনিয়ন যুবদল নেতা হারুন প্রধান, রুবেল হোসেন,নবীর হোসেন,স্বেচ্ছাসেবকদল নেতা আহমেদ আলী,আমিরুল ইসলাম, আনোয়ার হোসেন, সৈকত মিয়া,ফারুক হোসেন,জসিম উদ্দিন,শুভ ও সনমান্দী ইউনিয়ন ৫নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক আল আমিন সহ সনমান্দী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা।

 

 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নির্দেশনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।