
সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আসামি শাহ আলম ওরফে পাপ্পু (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজির বাতানপাড়া এলাকার বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার সন্ধ্যা ৬টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। গ্রেপ্তারকৃত শাহ আলম মিজমিজির বাতানপাড়া এলাকার মো. আফজাল হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার সিরাজুল ইসলামকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহ আলম ওরফে পাপ্পু ও শুক্কুর নামে দুই ভাই চাঁদা দাবিতে পিটিয়ে হত্যা করে।
উক্ত ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
এ মামলায় দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে গত ৩১ জুলাই নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. মোমিনুল ইসলাম দুই সহোদর ভাই পাপ্পু ও শুক্করকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আসামী শাহ আলম ওরফে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত আরেক ভাই শুক্কুরকে গ্রেপ্তারে অভিযান চলছে।