
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাতপরিচয় ২১ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন মেসার্স আশরাফ আলী এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে লেকের পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, সকালে লেকের পাড় দিয়ে হাঁটতে গিয়ে দেখি কিছু একটা ভাসছে। কাছে গিয়ে বুঝতে পারি এটি মানুষের লাশ। সঙ্গে সঙ্গে থানায় খবর দিই।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, যুবকের মৃত্যু দুই থেকে তিন দিন আগে হয়েছে। তবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
লাশ ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।