
সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ মো. শান্ত (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) ভোরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় প্রাণ বল্লব মিষ্টির দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে শান্তকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৫০ পুরিয়া হেরোইন (ওজন ৫ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত শান্তের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।