নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুলকে কারাগারে প্রেরণ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৮, ১৩ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুলকে কারাগারে প্রেরণ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলায় চারদিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

রিমান্ড শেষে বুধবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটায় তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে হাজির করে তদন্ত সংস্থা সিআইডি পুলিশ।

পরে শুনানি শেষে আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পুনরায় রাজধানির কেরাণীগঞ্জে কেন্দ্রিয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ১৬ (০৮)২৪ নম্বর  মামলায় চারদিনের রিমান্ড শেষে আসামী সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে আজ (বুধবার) দুপুর আড়াইটায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আদালতে হাজির করে সিআইডি পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়। 

তিনি আরও বলেন, এর আগে ভার্চুয়ালি রিমান্ড শুনানিতে আনিসুল হককে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে জিজ্ঞাসাবাদের জন্য গত ১০ আগস্ট তাকে নারায়ণগঞ্জে আনে মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ।