
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 'রাষ্ট্র মেরামতের ৩১ দফা' বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার হাটে দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুলতান আল মামুন, বিএনপি নেতা লুৎফর রহমান, যুবদল নেতা এডভোকেট মাহমুদুল হাসান রঞ্জু, যুব বিষয়ক সম্পাদক আমিনুল মোল্লা শান্ত, ছাত্রনেতা সালমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, কৃষক দল নেতা সোহেল, মোতালেব মেম্বারসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
আল মুজাহিদ মল্লিক বলেন, “৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়মিত কাজ করছি। সোনারগাঁ থেকে বিএনপির মনোনয়ন পেলে প্রথমেই শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করব। প্রতিটি এলাকা ও ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা উন্নয়ন করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”