নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৩ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৪, ১৩ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ শান্ত (২৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বোধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের আজীবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শান্ত সিদ্ধিরগঞ্জ দক্ষিণ আজীবপুর রেললাইন এলাকার চাঁন বাদশার ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাদক ব্যবসায়ী শান্ত উত্তর আজীবপুর রেললাইন মিঠা খানের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শান্ত কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি সাদা জিপারে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত স্বীকার করেছে সে সিদ্ধিরগঞ্জ এবং আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত শান্তর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এ সময় তিনি দৃঢ়তার সাথে বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।