নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৯ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জের চিহ্নিত দুই মাদক কারবারি হেরোইনসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৪৬, ৯ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জের চিহ্নিত দুই মাদক কারবারি হেরোইনসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জের চিহ্নিত দুই মাদক কারবারিকে ৫১ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মাদক বিক্রির নগদ ১২৫০০ টাকাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ১৫৩০০ টাকা। 

গ্রেপ্তারকৃতরা হলো মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান আরমান (৩৪) ও আফতাব হোসেন (১৯) কে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিজমিজি মধ্যপাড়া মদিনা মসজিদ রোডে ফয়েজ মিয়া বালুর মাঠের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আফতাব হোসেন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের মো. হোসেনের ছেলে। বর্তমানে তিনি মৌচাক বসু মার্কেট সংলগ্ন সাগরের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপরদিকে, মাহমুদুল হাসান আরমান মিজমিজি বসু মার্কেট এলাকার সালাউদ্দিনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ । এ সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে কৌশলে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ট্রাউজারের পকেট থেকে বড় আকৃতির একটি সাদা জিপার ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর সাদা কাগজে মোড়ানো ও স্ট্যাপলার পিন দিয়ে আটকানো ওই ৫১ পুরিয়া হেরোইন পাওয়া যায়। ’

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান আরমান ও আফতাব হোসেন এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তারা দীর্ঘদিন ধরে মাদকসেবীদের কাছে খুচরা ও পাইকারিভাবে মাদক বিক্রি করে আসছিল। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।