বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন কুচক্রিদের হাতে শাহাদাৎ বরণ করেন তখন বাংলাদেশের রাজনীতিতে একটা শুন্যতা সৃষ্টি হয়।
নেতৃত্বের শুন্যতা সৃষ্টি হওয়ার ফলে এরশাদের মত একটা দুষ্ট স্বৈরাচার বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করে ফেলে।
এই নেতৃত্বের সংকটকালীন অবস্থায় যখন স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অধিকার হুমকির মধ্যে পরে যায়। সেই সময়ে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিলেন নেতৃত্ব শুন্যতা পুরণ করার জন্য, বাংলাদেশকে সঠিক পথে, গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্যই খালেদা জিয়াকে ঘর থেকে রাস্তায় বের করে নিয়ে আসতে হবে।
শুক্রবার (৯ জানুয়ারী) দিবাগত রাতে নারয়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পুরাতন থানা এলাকায় জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসময় কথা বলেন।
এসময় তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাকে সামনে দিয়ে তাঁর পিছনে থেকে দেশ থেকে স্বৈরাচার বিদায় করতে হবে। এই উপলব্দি থেকে আমাদের দলের কতিপয় সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্র ও যুব নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাসায় গিয়ে অনুরোধ করলেন মা আপনি রাজনীতিতে আসেন। আপনি দলের হাল ধরেন। তিনি মাটি ও মানুষের প্রতি যে অপার ভালবাসা এবং প্রেম, দেশের প্রতি তাঁর যে দায়বদ্ধতা এবং দায়িত্ব তিনি সেই অনুরোধ ফিরিয়ে দিতে পারেন নাই।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এবং নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন ও যুবদল নেতা রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. বারী ভুইয়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাও. ফেরদাউসুর রহমান, জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, একরামুল কবির মামুন, রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা মহিলা দলের আহ্বায়ক রহিমা শরীফ মায়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন, সামছুদ্দিন শেখ, শাহআলম হীরাসহ প্রমুখ।


































