নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

শনিবারের সমাবেশকে সফল করতে জেলা বিএনপির প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০২২

শনিবারের সমাবেশকে সফল করতে জেলা বিএনপির প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ডাকা শনিবারের সমাবেশকে সফল করতে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।


দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীর উপর সন্ত্রাসী হামলা, ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার অভিযোগ তুলে এর প্রতিবাদে আগামী শনিবার বিকাল ৩টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ।


নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ এর পরিচালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই রাজু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও রুপগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুন, যুগ্ম-আহবায়ক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও থানার সাধারণ সম্পাদক ও জেলার সদস্য মোশাররফ হোসেন, রুপগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু, আড়াইহাজার থানার সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রিপন, গোলজার হোসেন, রিয়াজুল ইসলাম রিয়াজ, একরামুল কবীর মামুন, হামিদ উল্লাহ খান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, সাধারন সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুব রহমান, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মেম্বার, জেলা তাঁতী দলের সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুলতান আহমেদসহ নেতৃবৃন্দ।

 

সভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাশাপাশি জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামী শনিবার বিক্ষোভ সমাবেশে সফল করতে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চলমান এ কর্মসূচি পালন করতে সবধরনের সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করেন।
 

সম্পর্কিত বিষয়: