নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে 

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ‘কড়া হুঁশিয়ারি’, ২৪ ঘণ্টার আলটিমেটাম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫৮, ২২ মে ২০২৩

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ‘কড়া হুঁশিয়ারি’, ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ও হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ গর্জে উঠেছে।  হুমকির প্রতিবাদে পুরো জেলা জুড়ে প্রতিবাদ সামবেশ ও বিক্ষোভে রাজপথ কেঁপে উঠেছে। 


মহাসড়কেও দেখা যায় নেতাকর্মীদের বিক্ষোভ করতে। সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, সোনারগাঁও. ফতুল্লা, বন্দরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে। সাধারণ মানুষও এ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে প্রতিবাদ জানান। ইউনিয়ণ পর্যায়েও ছড়িয়ে পড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ । সোমবার (২২ মে) দিনভরে এ প্রতিবাদ আন্দোলন চলমান থাকে। 


এদিকে শহর এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃথক পৃথক সমাবেশ, বিক্ষোভ ও লাঠি মিছিল করে। সমাবেশে নেতৃবৃন্দ হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় নারায়ণগঞ্জের আওয়ামীলীগ এর উচিত জবাব দেবে বলে  হুঁশিয়ারী দেন।


সোমবার (২২ মে) বেলা সাড়ে এগারোটায় নগরীর দুই নম্বর রেল গেইট এলাকায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক দিয়ে চাষাঢ়ায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী বাঁশের লাঠি হাতে নিয়ে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।


মিছিল শেষে চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।


জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। যারা দেশের উন্নয়ন চায়না তারাই প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করে আসছে। প্রধানমন্ত্রীকে হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অন্যথায় নারায়ণগঞ্জের আওয়ামীলীগ এর উচিত জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারী দেন।


বিকেলে নগরীর ২নং গেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের দলিও কার্যালয়ের এ সামনে মহানগর আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল কওে নেতাকর্মীরা। মিছিলে অংশ নেয়া মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে স্লোগান দেন।  প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল।


সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘রাজপথের মধ্যে আমরা আজ জানিয়ে দিবো যে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ পিছিয়ে নেই। আমরা ওই সকল ব্যক্তিদের দাঁত বাঙ্গা জবাব দিবো। কোন গোষ্টি আজ আমাদের নেত্রীকে হুমকি দিলে আমরা বসে থাকবো না। আগামী দিনে বিএনপির কোন ব্যাক্তি যদি আওয়ামী লীগের কাউকে নিয়ে কটুক্তি করে তাহলে তার জিভ টেনে ছিড়ে ফেলবো।’


মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, ‘বিএনপি; জামাতকে এদেশের রাজনীতিতে স্টাবলিশ করার কাজে লিপ্ত। ওরা রাজনীতির কোন পর্যায়ে পরে না। আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আর প্রতিবাদ করবো না। এসব কাজ করলে, যে যে অবস্থানেই থাকেন না কেন; প্রতিরোধ গড়ে তুলবেন।’


এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক জিএম আরমান, সংগঠনিক সম্পাদক এড. মাহমুদা বেগম মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আয়ুব আলী, অর্থ সম্পাদক ফয়সাল দেওয়ান, মহানগর আওয়ামী লীগের কার্যকর কমিটির সদস্য শিপন সরকার শিখন, সদস্য শাহাদাৎ হোসেন সুমন, তাতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম সাহেদ, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন।


আরও উপস্থিত ছিলেন- ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহসীন ভুইয়া, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিমে আহমেদ হেনা, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আ. রশিদ, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনিস আহমেদ, ১৮নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খোকন, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান খোকন, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, আলমগীর হোসেন, জসীমউদ্দিন জসু, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন জনি, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন, শাহ আলম, হুময়িুন কবির, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রিসাজুল ইসলাম মামুন, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা প্রবিন ঘোষাল পলু, মহিরা নেত্রী নুরুন্নাহার সন্ধ্যা, ডলি আক্তার, শিউলী আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।