নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৬ মে ২০২৪

৭ জানুয়ারী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ওরা : আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৩, ১ জানুয়ারি ২০২৪

৭ জানুয়ারী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ওরা : আনোয়ার হোসেন

দলে দলে বাধঁব জোট কেন্দ্র গিয়ে দিবো ভোট। শেখ হাসিনার সরকার বার বার দরকার। ৭ তারিখ সারাদিন কেন্দ্রে গিয়ে ভোট দিন। শেখ হাসিনা সালাম নিন কেন্দ্রে গিয়ে ভোট দিন’।

বন্দর বাজার, শহিদ মিনার, নবীগঞ্জ, একরামপুর বক্তারকান্দি এলাকায় স্লোগানে মুখরিত হয়ে উঠে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নেতা-কর্মীরা। এ সময় জনসাধারণ এমন স্লোগান স্বাগত জানিয়ে মিছিলকারীদের ধন্যবাদ ও সাধুবাদ জানান।

সোমবার (১ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রমুখি ভোটারদের উপস্থিতি লক্ষ্যে ও বিএনপি-জামায়াতের নির্বাচনে বানচালের চেষ্টার প্রতিবাদে সকাল সাড়ে ১০টায় ২২নং ওয়ার্ড বন্দর কেন্দ্রী শহীদ মিনার, দুপুর ১২টায় ২৩নং নাসিক কার্যালয় সামনে, আকিজ সিমেন্ট ও বাজারে, দুপুর ২টায় ২৪নং ওয়ার্ডের বক্তারকান্দি এলাকায় পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে শত শত নেতা-কর্মীরা।

গত রোববার ১৯, ২০, ২১নং ওয়ার্ড পরে  সোমবার ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শেনায় কেন্দ্রমুখি ভোটারদের উপস্থিতি লক্ষ্যে দ্বিতীয় দিনে এই কর্মসূচী পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইয়ূব আলী, বন পরিবেশ বিয়ষক সম্পাদক আক্তারুজ্জামান, ধর্ম বিষয়ক আব্দুর রশিদ, কার্যকরি সদস্য আবেদ হোসেন, সাখাওয়াত হোসেন সুমন, শাহজামাল খোকন, শামীম খাঁ, জালালউদ্দিন জালু, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শহিদ কাজী, মোহাম্মদ আলী, আলী হোসেন, ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মশিউর রহমান সজু, লিটন, সিমলা, হারুণ মুন্সি, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বুলবুল আহম্মেদ, পিরু হাজী ও আফজাল হোসেন, ১৬নং ওয়ার্ড সৈয়দ ওমর খালেদ এপন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সাদিম আহম্মেদ, মোশাররফ হোসেন জনি, মহিলা আওয়ামীলীগ নেত্রী নুরুন্নাহার সন্ধ্যা প্রমুখ।

পথসভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার জন্য দেশের ভোটাররা অপেক্ষায় আছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের স্লোগান 'স্মার্ট বাংলাদেশ' আর উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান।

গবেষণা রিপোর্টে বলেছে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে। তাহলে আওয়ামীলীগ ভয় পাবে কাকে? আমাদের জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বকে আরও সমৃদ্ধ, আরও উজ্জ্বল, আরও আলোকিত করার জন্য লড়ে যাচ্ছেন।

শেখ হাসিনা আমাদের ডায়নামিক লিডার। ইনশাল্লাহ নির্বাচনে জয় আমাদের হবে। অসত্যের কাছে প্রধানমন্ত্রী কখনো মাথানত করেনি, করবে না। বাংলাদেশে গত ৪৮ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা, গত ৪৮ বছরে সাহসী নেতার নাম শেখ হাসিনা, গত ৪৮ বছরে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, গত ৪৮ বছরে সবচেয়ে সফল ডিপ্লোমেটিকের নাম শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বাংলার জনগণ ইতোমধ্যে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। ৭ জানুয়ারী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ওরা। এতে কোন লাভ হবে না, দেশের জনগণ কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটদানের প্রস্তুত হয়ে আছে।

ভোটকেন্দ্র নিশ্চিন্তায় ভোট প্রয়োগে পাশে থাকবে আওয়ামীলীগের প্রতিটি নেতা-কর্মীরা। এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।