নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ জুলাই ২০২৪

ভাষা শহীদদের প্রতি মহানগর বিএনপির বিনম্র শ্রদ্ধা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০১, ২১ ফেব্রুয়ারি ২০২৪

ভাষা শহীদদের প্রতি মহানগর বিএনপির বিনম্র শ্রদ্ধা 

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র নেতৃত্বে শহরে বিশাল র‌্যালি করে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি  ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন মহানগর বিএনপি ।

এর আগে সকাল থেকেই মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে জড়ো হতে থাকে। পরে শহরেতে বিশাল র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ে চাষাঢ়া শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আহ্বায়ক কমিটির সদস্য এড রফিক আহমেদ, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, রাশিদা জামাল, বন্দর থানা বিএনপি'র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা,  মহানগর স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, মহানগর শ্রমিকদলের  সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা শেখ সেলিম আহমেদ,  আলমগীর খান চঞ্চল, আবুল হোসেন রিপন, মহিউদ্দিন শিশির, নাজমুল হক, শাহাদুল্লাহ মুকুল, জাবেদ হোসেন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম বাবু, শিপলু, কাজী নাঈম, মোহসীন মিয়া, পলাশ প্রধান, হযরত আলী, মো. মাসুদ, শাহ্ জালাল, আরিফ, লুৎফর রহমান মন্টু, শওকত আলী লিটন, সাইফুল ইসলাম বাবু, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, যুবদল নেতা আরমান, রাফি উদ্দিন রিয়াদ, গোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, মহানগর যুবদল নেতা ফয়েজ উল্লাহ সজল, রাফি উদ্দিন রিয়াদ, সম্রাট হাসান সুজন, আলী হোসেন সৌরভ, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদারসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: