
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুস্থতা ও নেক হায়াৎ কামনা করে বৃহস্পতিবার (২১ মার্চ) দেওভোগ বায়তুস শরীফ জামে মসজিদে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মাহাববুল আলম চঞ্চল ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় শামীম ওসমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, বুকে ব্যাথা অনুভব করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তার এনজিওগ্রাম করা হয়েছে। তিনি বর্তমানে ভালো আছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি।